নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি. স.): করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ইতিমধ্যে ভারতে প্রবেশ করে গিয়েছে। ইংল্যান্ডে এই স্ট্রেন সুপার স্প্রেডারের আকার ধারণ করেছে। ফলে সতর্ক ভারত। বর্ষশেষের রাতে উদযাপন করতে গিয়ে যাতে করোনা ভাইরাস অতিরিক্ত পরিমাণে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে বৃহস্পতিবার রাতের জন্য দিল্লিতে নৈশ কার্ফু জারি করা হয়েছে। দিল্লি বিপর্যয় মোকাবিলা সংস্থা এই কার্ফু জারি করেছে। দিল্লির মুখ্য সচিব বিজয় দেওর সই করা একটি লিখিত বিবৃতিতে জানানো হয়েছে যে নববর্ষ উদযাপনের জন্য কোন প্রকারের গণসমাবেশ, অনুষ্ঠান, বিনোদনমূলক জলসার আয়োজন করা যাবে না। বৃহস্পতিবার রাত এগারোটা থেকে নৈশ কার্ফু জারি হবে। পয়লা জানুয়ারি ভোর ছয়টা পর্যন্ত এই কার্ফু চলবে। একইভাবে পয়লা জানুয়ারি রাত ১১ থেকে নৈশ কার্ফু জারি হবে। চলবে ভোর ছয়টা পর্যন্ত। এই নৈশ কার্ফু থেকে আন্তঃরাজ্য যান চলাচলকে ছাড় দেওয়া হয়েছে।