৩১ জানুয়ারি পর্যন্ত লকডাউন সম্প্রসারণ করল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ৩০ ডিসেম্বর (হি. স.): ইংল্যান্ডে  করোনার নতুন সংস্করণ ভারতে ঢুকে পড়েছে। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩১ জানুয়ারি পর্যন্ত লকডাউন সম্প্রসারণ করল মহারাষ্ট্র সরকার। রাজ্যে বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে জানানো হয়েছে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত যেসব জেলায় নৈশ কার্ফু বলবত ছিল তেমনি থাকবে।
উল্লেখ করা যেতে পারে, ৩১ ডিসেম্বর পর্যন্ত অস্থায়ীভাবে ইংল্যান্ডের সঙ্গে সমস্ত ধরনের যাত্রীবাহী বিমান পরিষেবা বাতিল করে দিয়েছে ভারত। কিন্তু তা সত্বেও ২৩ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত যারা বিমানে করে ইংল্যান্ড থেকে ভারতে ফিরেছেন তাদের অনেকের শরীরে করোনার নতুন সংস্করণ মিলেছে। ফলে সতর্ক গোটা দেশ।


 অন্যদিকে, বিগত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩০১৮ জন। সুস্থ হয়ে উঠেছে ৫৫৭২জন। নিহত ৬৮জন। রাজ্যে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ২৫ হাজার ০৬৬ । ২৫ নভেম্বরের পর ইংল্যান্ড থেকে মুম্বইতে আসা আরও ৩ জন যাত্রী শরীরে করোনা নতুন সংস্করণ মিলেছে। ফলে করোনার নতুন সংস্করণে এই মুহূর্তে মুম্বইতে আক্রান্ত ১৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *