পুঞ্চের মেন্ধরে পিস্তল-গ্রেনেড উদ্ধার, ধৃত ৩ জন জঙ্গি মদতদাতা

জম্মু, ৩০ ডিসেম্বর (হি.স.): গত রবিবার জম্মু ও কাশ্মীর পুলিশের জালে ধরা পড়েছিল ৩ জন জঙ্গি। ওই ৩ জন জঙ্গিকে জেরা করার পর, জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার করল জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর মহকুমার অন্তর্গত বালাকোটে সেক্টরের ডাব্বি গ্রামে ঝোপ থেকে দু’টি পিস্তল, ৭০টি পিস্তলের গুলি এবং দু’টি গ্রেনেড উদ্ধার করেছে সুরক্ষা বাহিনী।


পুঞ্চের এসএসপি রমেশ আংরাল জানিয়েছেন, বালাকোটে সেক্টরের ডাব্বি গ্রামে পিস্তল, গুলি এবং গ্রেনেড লুকিয়ে রেখেছিল জঙ্গিরা। রবিবার গ্রেফতার হওয়া ৩ জন জঙ্গিকে জেরা করার পর সেই তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে জঙ্গিদের ৩ জন মদতদাতাকে গ্রেফতার করা হয়েছে