রাজ্য পাচ্ছে কেন্দ্রের আরও একটি বেস্ট পারফর্মিং এওয়ার্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ কেন্দ্রীয় সরকারের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী আবাস যোজনা (নগর)-এর অধীনস্ত কাজ সম্পাদন করার জন্য ত্রিপুরাকে উত্তর-পূর্ব ও পাহাড়ি রাজ্যগুলির মধ্যে ‘‘বেস্ট পারফর্মিং স্টেট’’-এর মর্যাদা দিয়েছে৷ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বেস্ট পারফর্মিং এওয়ার্ড প্রদান করেছে ও বিলোনিয়া মিউনিসিপ্যাল কউন্সিলকে বেস্ট পারফর্মিং সম্মান প্রদান করেছে৷ আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সম্মান প্রদান করবেন৷


এই ব্যাপারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আজ রাজ্যের জন্য অত্যন্ত গর্বের দিন৷ আমরা এই দিশাতেই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে চাই৷ ত্রিপুরার সার্বিক বিকাশের স্বার্থে সরকার কাজ করছে৷ আগামী দিনে এই কাজের ধারাকে তরান্বিত করাই আমাদের লক্ষ্য৷