দেহরাদূন, ২৮ ডিসেম্বর (হি.স.): করোনার নতুন স্ট্রেন (প্রজাতি) আতঙ্ক জাগিয়েছে ব্রিটেনে। তা নিয়ে আতঙ্ক বাড়ছে ভারতেও। এবার ব্রিটেন থেকে উত্তরাখণ্ডে আসা ৫ জনের শরীরে করোনা-সংক্রমণ ধরা পড়েছে। ব্রিটেন ফেরত ওই পাঁচজনের সংস্পর্শে একজন এসেছিলেন, তিনিও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে। সোমবার উত্তরাখণ্ডের রাজ্য কোভিড কন্ট্রোল রুমের নোডাল অফিসার জে সি পান্ডে জানিয়েছেন, ‘গত ১৫ ডিসেম্বর পাঁচজন ব্রিটেন থেকে এসেছিলেন, তাঁদের প্রত্যেকের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের সান্নিধ্যে আসা একজনও আক্রান্ত হয়েছেন। প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে।’
সম্প্রতি ব্রিটেনে লাগামছাড়া পর্যায়ে পৌঁছে গিয়েছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ব্রিটেনে করোনাভাইরাসের নতুন একটি প্রজাতি পাওয়া গিয়েছে। যার জেরে সংক্রমণের গতি আগের থেকে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ব্রিটেন ফেরত অনেকের শরীরে করোনা-সংক্রমণ ধরা পড়েছে। এবার উত্তরাখণ্ডে ব্রিটেন ফেরত পাঁচজনের শরীরে করোনা-সংক্রমণ ধরা পড়ল।