BRAKING NEWS

কৃষকদের কথা শুনে, কৃষি আইন প্রত্যাহার করা উচিত সরকারের : প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): কৃষি আইনের বিরুদ্ধে এবং কৃষক-স্বার্থে ফের সরব হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। সোমবার প্রিয়াঙ্কা জানালেন, কৃষকদের কথা শুনে, কৃষি আইন প্রত্যাহার করা উচিত সরকারের। তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অন্নদাতারা। হাড় কাঁপানো ঠাণ্ডার মধ্যেই দিল্লির বিভিন্ন সীমায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। মোদী সরকারের কাছে কৃষকদের একটাই দাবি, বাতিল করতে হবে তিনটি কৃষি বিল। সরকার অবশ্য আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা মেটাতে প্রস্তুত।

এমতাবস্থায় সোমবার সকালে কংগ্রেসের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের ফাঁকে, সাংবাদিকদের প্রিয়াঙ্কা জানান, কৃষকদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে বাধ্য সরকার। প্রিয়াঙ্কা বলেন, কৃষকদের সম্পর্কে যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, তা পাপ ছাড়া কিছু নয়। কৃষকদের কথা শোনা উচিত সরকারের এবং কৃষি আইন প্রত্যাহার করা উচিত। প্রসঙ্গত, কিছু দিন আগেই কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রাষ্ট্রপতি ভবন যাওয়ার পথে আটক হয়েছিলেন প্রিয়াঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *