নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি. স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সোমবার করোনা সংক্রান্ত দিশা নির্দেশ সম্প্রসারণ করে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত বহাল করেছে। করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে কম হলেও কোনো গাফিলতি করা উচিত নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে বিশ্বের নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ব্রিটেনে করোনা নিজের চরিত্র বদল করেছে। ফলে সকলকে বাড়তি সতর্ক হতে হবে। সক্রিয় এবং নতুন করে আক্রান্তের সংখ্যা ক্রমাগত পড়তির দিকে। যদিও গোটা পৃথিবীতে করোনা নতুন করে বেড়ে চলেছে। কোন রকমের ঢিলেমি নয়। সতর্ক হয়ে চলতে হবে। করোনা বিধি মানতে হবে। উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যেই অস্থায়ীভাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃটেনের সঙ্গে যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে ভারত। ব্রিটেন থেকে আগত যাত্রীদের ওপর নজরদারি চলছে।