নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস রবিবার সাংবাদিক সম্মেলনে বলেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা নির্বাচনকে যে তারা ভয় পায় এটাই প্রমাণ বিষয়টি উল্লেখ করে পিযুষ কান্তি বিশ্বাস বলেন, নির্বাচনকে যারা ভয় পায় তাদের কারণও রয়েছে৷ যেভাবে হঠাও শ্লোগান উঠেছে তাতে নির্বাচন করার সাহস পাচ্ছে না৷ ভিন্নদিকে কৃষকদের জন্য নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ঘোষণার সমালোচনা করতে গিয়ে পিযুষবাবু বলেন, এটা জুমলা৷
সরকারে আসার আগে থেকে এখন পর্যন্ত মিথ্যা কথা বলা হচ্ছে৷ কৃষকরা আন্দোলন করছে স্বতঃর্স্ফুত ভাবে৷ আর কৃষকদের আন্দোলনকে সমর্থন করে যখন সবাই ময়দানে নেমেছে তখন মিথ্যার আশ্রয় নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচার শুরু করেছে৷ বর্তমানে কৃষকদের মেরে ফেলার ষড়যন্ত্র শুরু হলো৷ অর্থাৎ তাদের জীবন জীবিকা দুর্বল করতে কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বলে পিযুষ কান্তি বিশ্বাস জানান৷ তাই কৃষকদের আত্মহত্যা বেড়ে গেছে বর্তমান বিজেপি পরিচালিত সরকারের সময়ে৷
দেশের বর্তমান পরিস্থিতি এবং রাজ্যের চলমান পরিস্থিতি নিয়েও আলোকপাত করেন পিযুষ কান্তি বিশ্বাস৷ এই সময়ের মধ্যে রাজ্যে যেসব ঘটনাগুলি ঘটছে তারও বিরোধিতা করা হয়৷ এই সময়ের মধ্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার কথা থাকলেও করোনার কথা বলে সরকার হাত তুলেছে৷ তাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কিসের কৃষক দরদী সরকার প্রশ্ণ পিযুষ কান্তি বিশ্বাসের৷