নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি. স.): ৩০ ডিসেম্বর, বুধবার কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চায় কেন্দ্র। সোমবার দিল্লি-হরিয়ানা সীমান্তে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ দেখানো কৃষকদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সচিব সঞ্জয় আগরওয়াল আন্দোলনরত ৪০ টি কৃষক সংগঠনের নেতাদের চিঠি দিয়ে অনুরোধ করেছেন যে ৩০ ডিসেম্বর বুধবার দুপুরে রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চায় কেন্দ্র।
এই বৈঠকের মাধ্যমে সমাধান সূত্র বের করতে তৎপর কেন্দ্রীয় সরকার বলে চিঠিতে জানানো হয়েছে। এর আগে ২৪ ডিসেম্বর কৃষিমন্ত্রকের যুগ্ম সচিব বিবেক আগারওয়াল কৃষক সংগঠনগুলিকে চিঠি লিখে নতুনভাবে বৈঠকে বসতে অনুরোধ করেছিলেন। কেন্দ্রীয় সরকারের প্রস্তাব মেনে নিয়ে কৃষক সংগঠনগুলির বৈঠকে বসতে রাজি হয়। এসব সংগঠনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা ২৯ ডিসেম্বর বৈঠকে বসতে চায়। কিন্তু এদিন সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ২৯ ডিসেম্বর এর পরিবর্তে ৩০ ডিসেম্বর হোক বৈঠক।