নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি. স.) : ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেলেন টেনিস প্লেয়ার সুমিত নাগাল। পুরুষদের সিঙ্গলসে মূলপর্বের ড্র’য়ের জন্য ৭ জন প্লেয়ারের নাম ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষের তরফ থেকে। সেখানে অ্যান্ডি মারে, জন ও’কোনেলদের সঙ্গে ঘোষিত হয়েছে সুমিত নাগালের নাম।এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পুরুষ সিঙ্গলসে ওয়াইল্ড কার্ড এন্ট্রির জন্য একটি মাত্র স্থানই বরাদ্দ ছিল। ওয়াইল্ড কার্ডের সমস্ত মানদন্ডগুলিতে নির্বাচকদের আশ্বস্ত করে একমাত্র জায়গাটি ছিনিয়ে নিলেন গত দু’টি মরশুমে যুক্তরাষ্ট্র ওপেনে জায়গা করে নেওয়া এই ভারতীয় টেনিস প্লেয়ার। মহিলাদের সিঙ্গলসে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সেই স্থানটি আদায় করে নিয়েছেন চিনের ওয়াং জিয়ু।
২০২১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন নাগালের কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম হতে চলেছে। মেলবোর্ন পার্কে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে খুশি ভারতীয় টেনিস প্লেয়ার সোশ্যাল মিডিয়ায় বার্তাও দিয়েছেন। নাগাল লিখেছেন, ‘২০২১ অস্ট্রেলিয়ান ওপেনের জন্য যারা আমায় নির্বাচিত করতে সাহায্য করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। কঠিন পরিস্থিতিতেও টুর্নামেন্টকে বাস্তব রূপ দেওয়ার জন্য টেনিস অস্ট্রেলিয়াকে ধন্যবাদ।’ নাগালের পাশাপাশি উল্লেখযোগ্যভাবে ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেলেন গ্রেট ব্রিটেন তারকা অ্যান্ডি মারে। দু’বছর পর মেলবোর্ন পার্কে মারের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের ডিরেক্টর ক্রেগ টিলে।