শিমলা, ২৮ ডিসেম্বর (হি.স.): শ্বেতশুভ্র তুষারে ঢাকা পড়ল হিমাচল প্রদেশের রাজধানী শিমলা| মরশুমের প্রথম তুষারপাতে শিমলার সর্বত্রই সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে| শুধুমাত্র শিমলা নয়, বরফের চাদরে ঢাকা পড়েছে মানালি, কুর্ফি এবং ডালহৌসিও| বছরের শেষ সপ্তাহে ও নতুন বছর শুরুর কয়েকদিন আগে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য্য চাক্ষুস করে খুশি পর্যটকরা। খারাপাথরে ৬ ইঞ্চি বরফ জমে যায় সোমবার সকালে, কুর্ফিতে ৬ ইঞ্চি। এছাড়াও নারকান্ডায় দুই ইঞ্চি বরফ জমে যায়।
শিমলা থেকে অনেকটা দূরে মানালিতেও তুষারপাত হয়েছে। তুষারপাত হয়েছে সোলাং এবং কলপাতেও। এই সময়ে শিমলায় বেড়াতে গিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য চাক্ষুস করে খুশি পর্যটকরাও| বরফ পড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও নেমে গিয়েছে| শীতে কাবু হয়েও পর্যটকরা বেরিয়ে পড়েছেন শ্বেতশুভ্র হিমাচল দেখতে| নতুন বছরে শিমলায় আরও পর্যটকদের আগমণ হবে এই আশায় হোটেল মালিকরাও খুশি।