BRAKING NEWS

ভারতে ১৬.৮৮-কোটি করোনা-টেস্ট, সক্রিয় রোগী কমে ২.৭২ শতাংশ, সুস্থতা ৯৭.৮২-লক্ষের বেশি, দৈনিক মৃত্যু কমে ২৭৯

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা আরও খানিকটা কমল। একইসঙ্গে ভারতে ১৬.৮৮-কোটির উর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ভারতে সুস্থতার হার বেড়ে ৯৫.৮৩ শতাংশে পৌঁছে গিয়েছে। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৬,৮৮,১৮,০৫৪-এ পৌঁছে গেল। বিগত ২৪ ঘন্টায় ভারতে ৭.১৫-লক্ষ করোনা-স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৭ ডিসেম্বর (রবিবার সারা দিনে) ভারতে ৭,১৫,৩৯৭টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। 

ভারতে সামগ্রিক সুস্থতার হার প্রতিদিনই স্বস্তি দিচ্ছে। রবিবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ২১,১৩১ জন। ভারতে এই মুহূর্তে মাত্র ২.৭২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৪৭,৯০১ জনের মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৭৯ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৯৭,৮২,৬৬৯ জন (৯৫.৮৩ শতাংশ)। এই মুহূর্তে ভারতে চিকিৎসাধীন রয়েছেন ২ লক্ষ ৭৭ হাজার ৩০১ জন করোনা-রোগী।

ভারতে দৈনিক কোভিড সংক্রমণ ফের ২৫ হাজারের নীচে রয়েছে। দৈনিক মৃত্যুও নিম্নমুখী। সোমবারও সেই ধারা অব্যাহত রইল। একইসঙ্গে ভারতে সুস্থতার হার বাড়তে বাড়তে ৯৫.৮৩ শতাংশে পৌঁছে গিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৯৭ লক্ষ ৮২ হাজার ৬৬৯ জন। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০,০২১ জন। ফলে বাড়তে বাড়তে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১,০২,০৭,৮৭১-এ পৌঁছে গিয়েছে। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ২৭৯ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ২১,১৩১ জন।

২৭৯ বেড়ে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৪৭,৯০১ জন। বিগত ২৪ ঘন্টায় ২১,১৩১ জন সুস্থ হওয়ার পর ভারতে এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৯৭,৮২,৬৬৯ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৭৭ হাজার ৩০১ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ১,৩৮৯ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা-পরীক্ষার সংখ্যা ৭,১৫,৩৯৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *