BRAKING NEWS

প্রতিষ্ঠা দিবসে ‘নিখোঁজ’ থাকা নিয়ে রাহুলকে কটাক্ষ, পাল্টা আক্রমণ কংগ্রেসের

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): উধাও হয়ে যাওয়া নিয়ে ফের কটাক্ষ শুনতে হল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। তাও আবার কংগ্রেসের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবসে ‘নিখোঁজ’ থাকলেন কংগ্রেস সাংসদ। ‘নিখোঁজ’ থাকা নিয়ে রাহুলকে কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। ‘নিখোঁজ’ থাকার কারণ অবশ্য জানিয়েছেন কংগ্রেস নেতারা। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, ‘দিদিমাকে দেখতে যাওয়া কী অপরাধ?’ আবার কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা জানিয়েছেন, ‘ব্যক্তিগত কারণে অল্প সময়ের জন্য ট্রাভেলে গিয়েছেন রাহুল গান্ধী।’

সোমবার কংগ্রেসেরফা ১৩৬ তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন সকালে দলের সদর দফতরে দলীয় পতাকা উত্তোলন করেছেন কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি। অনুষ্ঠানে প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা উপস্থিত ছিলেন। কিন্তু রাহুলকে দেখা যায়নি। আর তা নিয়েই টুইট করে শিবরাজ সিং চৌহান লিখেছেন, ‘কংগ্রেস ১৩৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে, কিন্তু রাহুল গান্ধী নিখোঁজ।’  এই কটাক্ষের প্রেক্ষিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, ‘দিদিমাকে দেখতে যাওয়া কী অপরাধ?’ ব্যক্তিগত সফরে যাওয়ার অধিকার রয়েছে সকলের, বিজেপি নিম্ন-মানের রাজনীতি করছে। তাঁরা রাহুল গান্ধীকে টার্গেট করছেন, যেহেতু একজন নেতাকেই তাঁরা টার্গেট করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *