BRAKING NEWS

চালকহীন ট্রেনের উদ্বোধন সোমবার করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি. স.): সোমবার দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে (জনকপুরি পশ্চিম – বোটানিক্যাল গার্ডেন) ভারতের প্রথম চালকহীন ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সকাল ১১ টা নাগাদই উদ্বোধন করবেন তিনি। এর পাশাপাশি এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনের ন্যাশনাল কমন মবিলিটি কার্ড (এনসিএমসি) এর আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।


রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি করা এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছে ন্যাশনাল ক্যাপিটাল রিজনে পরিবহন এর পরিসর বৃদ্ধি করার পাশাপাশি সচ্ছল যাতায়াতের ক্ষেত্রে উদ্ভাবনের মাধ্যমে নতুন যুগের হতে চলেছে। বিশ্বের সাত শতাংশ চালকহীন মেট্রো পরিষেবার অন্তর্গত হতে চলেছে ডিএমআরসি। প্রথম পর্যায় ৩৭ কিলোমিটার বিস্তৃত ম্যাজেন্টা লাইনে চালকহীন ট্রেন চলবে। পরবর্তী পর্যায়ে ৫৭ কিলোমিটার বিস্তৃত পিঙ্ক লাইনে (মজলিস পার্ক- শিব বিহার) চালকহীন ট্রেন চলাচল করবে। ২০২১ সালের মধ্যবর্তী সময় থেকে এই পরবর্তী পর্যায়ে কাজ শুরু হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *