নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি. স.): বছরের শেষ মান কি বাতে ভোকাল ফর লোকালের সপক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উৎপাদনকারী এবং উদ্যোগপতিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে বিশ্বমানের পণ্য তৈরি করতে হবে। পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে তার আহবান বিদেশি পণ্যের ভারতীয় পরিপূরক বেছে নিতে হবে।
এদিনের মান কি বাতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘ আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাই প্রত্যেকদিন যেসব পণ্য আপনারা ব্যবহার করেন তার একটি তালিকা তৈরি করুন। সেই তালিকায় দেখুন কোন পণ্যটি বিদেশের সঙ্গে সম্পর্কিত। যা আমাদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এর পরিপূরক বেছে নেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ‘
করোনা পরিস্থিতি যে অনেক পরিসর তৈরি করে দিয়েছে তার ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনা ভাইরাসের জন্য পণ্য সরবরাহ বা সাপ্লাই চেন গোটা বিশ্বে ব্যাহত হয়েছে। কিন্তু প্রতিটা সংকট থেকেই আমরা নতুন করে অনেক কিছু শিখি। ভারত নিজের নতুন সক্ষমতা বৃদ্ধি করতে পেরেছে। এই ধরনের সক্ষমতাকে আত্মনির্ভরতা বা স্বাবলম্বী হিসেবে আমরা আখ্যা দিতে পারি। এটাই সেই সময় যখন আমরা ‘ জিরো ইফেক্ট, জিরো ডিফেক্ট ‘ নীতির ওপর ভরসা করে চলতে পারি। যখন প্রতিটা বাড়িতে ভোকাল ফর লোকাল প্রতিধ্বনিত হচ্ছে তখন এটা নিশ্চিত করতে হবে আমাদের পণ্যগুলি যেন বিশ্বমানের হয়। বিশ্বের সেরা পণ্যটা যেন ভারতে হয় তা নিশ্চিত করতে হবে।
এর জন্য আমাদের উদ্যোগপতিদের এবং যারা স্টার্টআপ করছে তাদেরকে এগিয়ে আসতে হবে। এক বছরের মধ্যে ভারতীয়দের মানসিকতার বিপুল পরিবর্তন এসেছে। এমনকি অর্থনীতিবিদরাও পরিস্থিতিটা অনুধাবন করতে পারেনি। ক্রেতারা এখন মেড ইন ইন্ডিয়ার পণ্য কিনতে চাইছে। মানুষের মানসিকতা এটি একটি বড় পরিবর্তন। জনগণের মানসিকতায় বিপুল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছে।