নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ জঙ্গিদের যারাই সাহায্য করবে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শুধু তাই নয় সরকার কোনভাবেই জঙ্গিদের সাথে আপোষ করবে না বলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন৷
ত্রিপুরায় রাজনৈতিক হিংসার শিকার সাতটি পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷ বিজেপি কার্যকর্তা চাঁনমোহন ত্রিপুরার আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে এ-কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, চানমোহন ত্রিপুরাদের মতো অসংখ্য শহিদের আত্মবলিদানের ভিতের উপরেই আজ ত্রিপুরার মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে৷ তাই, ওই সাতটি পরিবারের মধ্যে চাঁনমোহন ত্রিপুরার স্ত্রীও চাকরির সুযোগ পাবেন৷
আজ শনিবার ধলাই জেলার গন্ডাছড়ায় অনুষ্ঠিত ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা চানমোহন ত্রিপুরার আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী৷ এদিন তিনি বলেন, পূর্বতন সরকারের সময়ে গন্ডাছড়াকে পশ্চাদপদ এলাকা বলে তকমা দেওয়া হতো৷ এই এলাকার উন্নয়নে কোনও উদ্যোগই ছিল না৷ কিন্তু এখন ভারতীয় জনতা পার্টির সরকার সেই ধারণা ভেঙে দিয়েছে৷ গন্ডাছড়ায় উন্নয়ন হচ্ছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে৷ পর্যটন শিল্পের বিকাশের জন্য নারকেলকুঞ্জকে ঢেলে সাজানোর কাজ চলছে, ডুম্বুর লেকে এসেছে আধুনিকতম বোট, তৈরি হচ্ছে হেলিপ্যাড৷
তিনি প্রত্যয়ের সুরে বলেন, আজ ত্রিপুরার বাঁশকড়ুলের বিসুকট থেকে বাঁশের বোতল সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে৷ দুবাইয়ের বাজারে বহু মূল্যে বিক্রি হচ্ছে৷ তাঁর মতে, অত্যন্ত কম পুঁজিতে এই বাঁশের বোতল প্রস্তুত করার ব্যবসা করা যায়৷ তাই ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ককেও বলেছি, জনজাতিদের এলাকায় প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে ঋণ প্রদানের মাধ্যমে এই কাজে উদ্যোগ গ্রহণ করার জন্য৷
তিনি বলেন, আগে জনজাতিদের উপজাতি বলে অসম্মান করা হতো৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচারধারার সরকার আসার পর এখানে দফতরের নাম বদলে উপজাতি কল্যাণ থেকে জনজাতি কল্যাণ করা হয়েছে৷ তিনি গন্ডাছড়ার মানুষের কাছে আবেদন জানান, আগামী এডিসি নির্বাচনে জনজাতির মানুষরা তাঁদের রায় দেবেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, এখানে উন্নয়নের কাজ চলছে, সরকার কর্মসংস্থানের জন্য কার্যধারা পরিচালনা করছে৷ কিন্তু সরকার উগ্রবাদীদের সঙ্গে আপস করবে না৷ অনেক এনএলএফটি জঙ্গি আত্মসমর্পণ করেছে৷ তাঁর সাফ কথা, কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার আর রাজ্যেও তাঁর বিচারধারার সরকার চলছে৷ এখানে কোনও জঙ্গিকে থাকতে দেওয়া হবে না৷ যারা জঙ্গিদের সাহায্য করবে তাদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে৷
তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা চানমোহন ত্রিপুরার আত্মবলিদান দিবসে অত্যন্ত বেদনাহত হৃদয়ে তাঁর সন্তানদের সঙ্গে দেখা করেছি৷ রাজনৈতিক হিংসার শিকার পিতৃহারা সন্তানদের সমবেদনা জানাচ্ছি৷ দল ও সরকার পরিবারগুলির পাশে রয়েছে৷ তিনি জানান, ইতিমধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক হিংসায় নিহত সাত জনের পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়া হবে৷ চানমোহন ত্রিপুরার স্ত্রীও চাকরির সুযোগ পাবেন৷ তাঁর সন্তানদের সুষ্ঠু ভবিষ্যৎ গড়ে তোলার জন্য দল ও সরকার সর্বাত্মকভাবে পাশে থাকবে৷