আগরতলা, ২৫ ডিসেম্বর (হি.স.)৷৷ কৃষকের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষেই সম্ভব হয়েছে৷ প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে ও কৃষক সম্মান নিধি যোজনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহূত ভিডিও কনফারেন্স-এর প্রাক্কালে বামুটিয়ার কৃষকদের উদ্দেশ্যে এ-কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
তিনি বলেন, বামুটিয়ার নামের সঙ্গে জুড়ে রয়েছেন কৃষকরা৷ আজকে দেশের কোটি কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৮ হাজার কোটি টাকা পৌঁছে দেবে কেন্দ্রীয় সরকার৷ তার মধ্যে বামুটিয়ার দু’হাজার ৫৪ জন কৃষক রয়েছেন৷ দু’ঘণ্টার মধ্যে দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে৷ তাঁর দাবি, এমনও সম্ভব হয় অতীতে কেউ কখনও ভাবতে পারেননি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশাতেই এটা সম্ভব হয়েছে৷
মুখ্যমন্ত্রী বলেন, কৃষক কল্যাণ থেকে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ সবেতেই অনন্য দিশা নিয়ে চলছে মোদী সরকার৷ তিনি জানান, তফশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় অগ্রসর করতে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য ৬০ হাজার কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার৷ আগে কেন্দ্রীয় সরকার এর জন্য ১১ শতাংশ টাকা দিত৷ এবার থেকে দেবে ৬০ শতাংশ টাকা৷ বাকি টাকা রাজ্য সরকার বহন করবে৷ তাঁর কথায়, বামুটিয়ায়ও বহু সংখ্যক তফশিল জাতিভুক্ত ছাত্রছাত্রীরা রয়েছেন৷ তাঁদের ক্ষেত্রেও বড় সুযোগ তৈরি হয়ে গেছে৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, এক নতুন দিশা নিয়ে চলছে ত্রিপুরা সরকার৷ অতীতে আন্দোলনের নামে কৃষকদের পিছিয়ে রাখা হতো৷ তাঁর দাবি, ২০১৭ সালে পূর্বতন সরকারের সময়ে রাজ্যের কৃষিবৃদ্ধির হার ছিল ৬.৪ শতাংশ৷ আড়াই বছরে সেটা বেড়ে ১৩.৫ শতাংশ হয়েছে৷ আজকে কৃষিবৃদ্ধিতে দেশের মধ্যে ত্রিপুরা তৃতীয় স্থানে রয়েছে৷
প্রত্যয়ের সুরে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যের আয়তন ছোট হতে পারে, কিন্তু রাজ্যের মহান কৃষকরা তাঁদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে রাজ্যকে গৌরবান্বিত করছেন৷