নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): দিল্লি পুলিশ আগেই জানিয়েছিল, যে সমস্ত কংগ্রেস নেতারা রাষ্ট্রপতি ভবন যাওয়ার অনুমতি পেয়েছেন শুধুমাত্র তাঁদেরই অনুমতি দেওয়া হবে। বাকিদের অনুমতি দেওয়া হবে না। সেই মতো কংগ্রেসের রাষ্ট্রপতি ভবন অভিযান রুখে দিল দিল্লি পুলিশ। কৃষি আইন ইস্যুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হস্তক্ষেপের চেয়ে ২ কোটি সই সম্বলিত স্মারকলিপি নিয়ে, বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিল কংগ্রেসের মিছিল। রাষ্ট্রপতি ভবন অভিমুখে যাওয়ার সময় কংগ্রেসের মিছিল আটকে দেয় দিল্লি পুলিশ। আটক করা হয় প্রিয়াঙ্কা-সহ কয়েকজন কংগ্রেস নেতাকে।এদিন ক্ষোভের সুরে প্রিয়াঙ্কা বলেছেন, ‘সরকারের প্রতি মতবিরোধকে সন্ত্রাস আখ্যা দেওয়া হচ্ছে। কৃষকদের প্রতি আমাদের সমর্থন জানাতেই এই মিছিল।’ আটক করার পর প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা এবং অন্যান্য কংগ্রেস নেতাদের মন্দির মার্গ পুলিশ স্টেশনে নিয়ে যায় পুলিশ।
দিল্লি পুলিশ মিছিল আটকে দেওয়ার পর ক্ষোভপ্রকাশ করে প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা গণতন্ত্রে বাস করি এবং তাঁরা নির্বাচিত সাংসদ। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অধিকার রয়েছে তাঁদের এবং অনুমতি দেওয়া উচিত। এতে সমস্যা কোথায়? আন্দোলনরত লক্ষ লক্ষ কৃষকদের কথা শুনতেও প্রস্তুত নয় সরকার।’ বিজেপি নেতাদের আক্রমণ করে প্রিয়াঙ্কা বলেন, কৃষকদের প্রতি বিজেপি নেতা ও কর্মীরা যে ধরনের শব্দ ব্যবহার করেছেন, তা উচ্চারণ করাও পাপ। সরকার যদি কৃষকদের দেশ-বিরোধী আখ্যা দেয়, তাহলে সরকারই পাপী।’
প্রসঙ্গত, এদিন রাষ্ট্রপতি ভবনে গিয়ে কৃষি বিলের প্রেক্ষিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, গুলাম নবি আজাদ এবং অধীর রঞ্জন চৌধুরী। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর, রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে মোদী সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করেছেন রাহুল গান্ধী।