BRAKING NEWS

ইউকে থেকে আগতদের মেঘালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা, নমুনা সংগ্রহ পাঁচজনের, রাখা হয়েছে গৃহ-একান্তবাসে

শিলং, ২৪ ডিসেম্বর (হি.স.) : ইউকে থেকে আগতদের মেঘালয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা-র দ্বিতীয় সংস্করণ আরও ভয়ানক বলে ইতিমধ্যে বিশেষজ্ঞরা দাবি করেছেন। তাই এই সিদ্ধান্ত নিয়েছে মেঘালয় সরকার। এছাড়া, মেঘালয়ে ইতিমধ্যে ইউকে ফেরত পাঁচজনকে খুঁজে বের করা হয়েছে। তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়ে সংশ্লিষ্টদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। মেঘালয়ের স্বাস্থ্য দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে।

প্রসঙ্গত, ইউকে-তে করোনা-র দ্বিতীয় সংস্করণ ইতিমধ্যে ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। বিশেষজ্ঞদের দাবি, কোভিড-১৯ থেকেও এই ভাইরাস আরও বেশি ভয়ঙ্কর। করোনা-র দ্বিতীয় সংস্করণ ৭০ শতাংশ বেশি ঘাতক রূপে চিহ্নিত হয়েছে। স্বাভাবিকভাবেই, গোটা বিশ্ব জুড়ে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। ভারত সরকার ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউকে থেকে আগত সমস্ত বিমান স্থগিত রেখেছে। তাছাড়া, ইউকে ফেরত প্রত্যেকের নমুনা পরীক্ষা এবং কঠোর নজরদারিতে রাখার ব্যবস্থা করা হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলেও এর প্রভাব দেখা যাচ্ছে। সাবধানতা অবলম্বনে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারগুলি। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ইংল্যান্ড থেকে গত ২১ নভেম্বর পাঁচজন স্থানীয় নাগরিক এই রাজ্যে ফিরেছেন। তাঁদের মধ্যে কোনও লক্ষণ দেখা যায়নি। তবে সাবধানতা অবলম্বনের জন্য ওই পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এখনও আসেনি বলে ওই আধিকারিক জানিয়েছেন। তাঁদেরকে গৃহে একান্তবাসে রাখা হয়েছে।

ওই আধিকারিকের কথায়, কেন্দ্রীয় সরকার ইউকেগামী সমস্ত বিমানে নিষেধাজ্ঞা জারি করার আগেই ওই পাঁচজন ভারতে প্রবেশ করে মেঘালয়ে পৌঁছে গেছেন। তবে, তাঁদের মধ্যে করোনা-র লক্ষণ নেই, তা অনেকটা নিশ্চিন্তের বিষয়, বলেন তিনি।

মেঘালয়ের স্বাস্থ্যমন্ত্রী এএল হেক রাজ্যবাসীর কাছে অতিরিক্ত সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছেন। উপমুখ্যমন্ত্রী প্রেস্টন টিনসং বলেন, মেঘালয়ে করোনা আক্রান্তের গ্রাফ ক্রমশ নিম্নমুখি। তবে, সাবধানতা অবলম্বন ভুলে গেলে চলবে না। মেঘালয় সরকার রাজ্যবাসীর নিরাপত্তা সুনিশ্চিতে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *