BRAKING NEWS

ইংল্যান্ড থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে : হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি. স.): সোমবার এবং মঙ্গলবার ইংল্যান্ড থেকে বিমানে করে যেসব যাত্রীরা ভারতে আসবেন তাদের আর টি – পিসিআর পদ্ধতিতে বিমানবন্দরের মধ্যে করোনা পরীক্ষা হবে। এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী।


উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের সুপারিশ মেনে ২২ ডিসেম্বর মধ্যরাত থেকে ইংল্যান্ডের সঙ্গে যাত্রীবাহী বিমান পরিবহন সম্পর্ক অস্থায়ীভাবে ছিন্ন করেছে ভারত। করোনা মহামারীর করাল গ্রাস থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সোমবার এবং মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যেসব বিমান আসবে সেই সকল বিমানের যাত্রীদের আর টি – পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে। যাদের শরীরে করোনা সংক্রমণ মিলবে তাদেরকে প্রাতিষ্ঠানিক একান্তবাসে থাকতে হবে। যাদের শরীরে করোনা সংক্রমণ পাওয়া যাবে না তাদেরকেও সাত দিনের জন্য বাড়িতে একান্তবাসে থাকতে হবে। ২২ ডিসেম্বর মধ্যরাত থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অস্থায়ীভাবে ইংল্যান্ডের সঙ্গে যাত্রীবাহী বিমান পরিবহন বিচ্ছিন্ন করা হয়েছে ভারতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *