নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসের বিশ্রী হারের পর বক্সিং ডে টেস্টে চারটি পরিবর্তন করতে চলেছে ভারত। আর বেশিরভাগ ক্ষেত্রেই সুযোগ দেওয়া হবে তরুণদের। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতি অনুযায়ী দলে প্রথম একাদশে আসতে পারেন, লোকেশ রাহুল, শুভমন গিল, মহম্মদ সিরাজ ও ঋষভ পন্থরা ।
অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসছেন অধিনায়ক কোহলি । আবার রোহিত শর্মাকেও তৃতীয় ম্যাচের আগে পাওয়া যাবে না। তাই দ্বিতীয় টেস্টে কোহলির জায়গায় দলে ঢুকে যাচ্ছেন লোকেশ রাহুল। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সুত্রের। অন্যদিকে, প্রথম টেস্টের দুই ইনিংসেই হতাশ করেছেন পৃথ্বী শ’। আইপিএলেও খুব একটা ভাল ফর্মে ছিলেন না তিনি। আসলে সুইংয়ের সামনে তাঁর অসহায়তা অস্ট্রেলিয়ার মাটিতে বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। তাই পৃথ্বীর পরিবর্তে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে শুভমন গিলের। সম্প্রতি ব্যাট হাতে ভাল ফর্মে আছেন গিল। অস্ট্রেলিয়ায় অনুশীলন ম্যাচগুলিতেও রান পেয়েছেন তিনি। তবে, গিল আর রাহুলের মধ্যে প্রথম টেস্টে কে ওপেন করবেন, আর কে মিডল অর্ডারে খেলবেন, সেটা এখনও জানা যায়নি।
এদিকে, দলের তৃতীয় পরিবর্তনটিও অবশ্যম্ভাবী। দ্বিতীয় টেস্টে চোট লেগে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন শামি। তাই তাঁর ব দলে প্রথম একাদশে আসতে পারেন মহম্মদ সিরাজ। নবদীপ সাইনিও শামির পরিবর্ত হিসেবে খেলার দাবিদার। কিন্তু সাম্প্রতিক ফর্মের বিচারে সিরাজকেই এগিয়ে রাখছে টিম ম্যানেজমেন্ট। সর্বশেষ পরিবর্তনটি একটু চমকপ্রদ। ফের ঋদ্ধিমান সাহাকে সরিয়ে সুযোগ পেতে পারেন ঋষভ পন্থ। আসলে কিপিং ভাল করলেও ব্যাটে রান পাচ্ছেন না সাহা। আর টিম ম্যানেজমেন্ট মনে করছে, অজিদের উপর চাপ বাড়াতে এমন কাউকে দরকার, যে কিনা দ্রুত রান করতে পারে। সেই কারণেই দ্বিতীয় টেস্টে ঋদ্ধির জায়গায় খেলবেন পন্থ।