নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রটেকশন অব মিডিয়া কমিউনিটির প্রথম বার্ষিক সম্মেলন আজ আগরতলায় অনুষ্ঠিত হয়েছে। এদিনের সম্মেলনে ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। এছাড়া ৫টি প্রস্তাব এদিনের সম্মেলনে গৃহীত হয়েছে।
আজ এই সম্মেলনে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত, তাঁদের উৎকর্ষতা বৃদ্ধি এবং রাজধানী আগরতলা এবং জেলা ও মহকুমা স্তরের সকল সাংবাদিকদের সাথে কোন ধরনের বৈষম্য না হয় সেই অঙ্গীকার নেওয়া হয়েছে। এদিনের সম্মেলনে নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে। তাতে উপদেষ্টা মণ্ডলী-তে রয়েছেন পরিতোষ বিশ্বাস ও সঞ্জয় পাল। ফোরামের সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন জয়ন্ত ভট্টাচার্যী এবং সহ-সভাপতি পদে রয়েছেন কমল কলই ও প্রিয়ব্রত তলাপাত্র। সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে সেবক ভট্টাচার্যীকে। এছাড়া সহ-সম্পাদক পদে দীপন্ত মজুমদার, রঞ্জিত দেববর্মা, বন্ধন দাস, সাংগঠনিক সম্পাদক পদে রমাকান্ত দে, অফিস সম্পাদক পদে সৌরজিৎ পাল, কোষাধক্ষ্য বিকাশ ধর ও প্রচার সম্পাদক পদে অচিন্ত্য ভূঁইয়া দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন স্বপন ভট্টাচার্যী, মানস পাল, প্রণব সরকার, রতন শীল, পার্থ রায়, অলক চৌধুরী, অভিজিৎ ঘোষ, সুদীপ নাথ, সন্দীপ বিশ্বাস, প্রবীর দাস, পলাশ মজুমদার, উজ্জ্বল দে, প্রসেনজিৎ চক্রবর্তী, অলক দেবরায়, দুলাল চক্রবর্তী, উদয়ন চৌধুরী, মাহাবুর আলম, দিলীপ দত্ত, রূপম চক্রবর্তী, স্নেহাশীষ চক্রবর্তী, আশীষ চক্রবর্তী, মনোজ চক্রবর্তী, দেবজিৎ গুহ রায়, আশু পাল, জামাল উদ্দিন, সৌরভ ঘোষ এবং বুদ্ধ ভট্টাচার্যী।