নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): সংক্রমণ ছড়াতে ছড়াতে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ভারতে মৃত্যুর সংখ্যা ১,৪৫,১৩৬-তে পৌঁছেছে। করোনার এই বাড়বাড়ন্ত নিয়ে শনিবার মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুল এদিন টুইটারে লিখেছেন, ‘অপরিকল্পিত লকডাউন লক্ষ লক্ষ জীবন নষ্ট করেছে।’ টুইটারে রাহুল লিখেছেন, ”১ কোটি কোভিড সংক্রমণের সঙ্গে প্রায় ১.৫ লক্ষ মৃত্যু! অপরিকল্পিত লকডাউন ‘২১ দিনের মধ্যে যুদ্ধে বিজয়ী করতে পারেনি’, প্রধানমন্ত্রী ঠিক যেমনটা দাবি করেছিলেন। কিন্তু, নিশ্চিতভাবে দেশের লক্ষ লক্ষ জীবন নষ্ট করেছে।”
শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। ৩৪৭ বেড়ে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৫,১৩৬ জন। তবে, স্বস্তির বিষয় হল- বিগত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ২৯,৮৮৫ জন, এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৯৫,৫০,৭১২ জন রোগী।