নিজস্ব প্রতিনিধি, বক্সনগর/ বিলোনিয়া , ১৮ ডিসেম্বর৷৷ গাঁজা গাছ ধবংস করতে গিয়ে জনতা ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে৷ তাতে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে৷
আজ সকালে সোনামুড়া থানা, বিএসএফ ৭৪ নম্বর ব্যাটেলিয়ান, নাকর্োটিক্স এবং বন দফতরের যৌথ অভিযান গাঁজা গাছ ধবংস করা শুরু হয়৷ সোনামুড়া থানাধীন ঘটিগড় এবং বিজয়নগর এলাকায় প্রায় ২ ঘন্টা ধরে গাঁজা গাছ ধবংস অভিযান চলেছে৷ এ-বিষয়ে এসডিপিও বনোজ বিপ্লব দাস জানিয়েছেন, যৌথ বাহিনীর অভিযানে ২০টি প্লটে প্রায় ১ লক্ষ ২০ হাজার গাঁজা গাছ ধবংস করা হয়েছে৷ ওই সময় স্থানীয় জনগণ বাধা দিয়েছিলেন৷
তিনি বলেন, আজ গাঁজা গাছ ধবংস করার সময় স্থানীয় জনগণ মারমূখী হয়ে উঠেছিলেন৷ তাদের নিয়ন্ত্রণে আনার জন্য ৫টি স্টান গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে৷ এদিকে, গ্রেনেড ফাটার শব্দে সমগ্র এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছিল৷ তবে, কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে এসডিপিও দাবি করেছেন৷
প্রসঙ্গত, সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় প্রচুর পরিমানে গাঁজা চাষ করা হচ্ছে৷ বিশেষ করে সরকারী খাস জমিতে এই গাঁজা চাষ করা হচ্ছে৷ বছরের পর বছর ওই এলাকায় গাঁজা চাষ করা হয়৷ এই ব্যাপারে অবশ্য পূর্বতন সরকারের জমনাতে থানার পুলিশকে মেনেজ করেই এই গাঁজা সাম্রাজ্য চলত৷ নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গাঁজা সহ সমস্ত নেশার বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে৷
এদিকে, গোপন সংবাদের পাশাপাশি বিভিন্ন মাধ্যমকে কাজে লাগিয়ে শুক্রবার সকাল থেকে অভিযানে নামেপুলিশ ,বিএসএফ ও টিএসআর বাহিনী৷ রাজনগর পিআর বাড়ির সাব ইন্সপেক্টর তথা দায়িত্ব প্রাপ্ত ওসি অঞ্জন চাকমা ও কমলপুর বিওপির ১৩০ নং ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সুরেন্দ্র সিং এর নেতৃত্বে অভিযান চলে কমলপুর এলাকায়৷ কমলাপুরের বিভিন্ন স্থানে হানা দিয়ে ছোট বড় মিলে ছয়টি প্লটের গাঁজা বাগান ধবংস করে জ্বালিয়ে নষ্ট করে দেওয়া হয়৷ এই দিনের অভিযানে প্রায় পাঁচশত এর কাছাকাছই গাঁজা গাছ ধবংস করা হয় বলে জানা যায়৷ অভিযান চলাকালীন সময়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনগর পিআর বাড়ির সাব ইন্সপেক্টর তথা দায়িত্ব প্রাপ্ত ওসি অঞ্জন চাকমা জানান গোপন সংবাদের ভিত্তিতে কমলপুর এলাকার বিভিন্ন স্থানের ছয়টি প্লটে এই অভিযান চালানো হয়৷ আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে জানান ৷