BRAKING NEWS

লক্ষ্য কেরল ও অসম বিধানসভা নির্বাচন, সম্পাদক নিয়োগ সোনিয়া গান্ধীর

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি. স.): আগামী বছর কেরল ও অসমে বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে এখন থেকেই সাংগঠনিক ভিত্তি মজবুত করার জন্য উঠে পড়ে লেগেছে কংগ্রেস। দলের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখার লক্ষ্যে এই দুই রাজ্যের জন্য সবমিলিয়ে ছয়জন সম্পাদক নিযুক্ত করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এরা প্রত্যেকেই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সহযোগী হিসেবে কাজ করবে।

দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল বিবৃতি জারি করে জানিয়েছেন যে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী অসম নির্বাচনে দলের সাফল্যের লক্ষ্যে অনিরুদ্ধ সিং, বিকাশ কুমার উপাধ্যায়, পৃথ্বীরাজ সাঠেকে এআইসিসির (সর্বভারতীয় কংগ্রেস কমিটি) সম্পাদক নিযুক্ত করেছেন। এরা তিনজন অসমের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এর সহযোগী হয়ে কাজ করবেন।

অন্যদিকে, কেরলের জন্য পি বিশ্বনাথন, ইভান ডিসুজা, টিভি মোহনকে সম্পাদক হিসেবে নিযুক্ত করেছেন সোনিয়া গান্ধী। এই তিনজন কেরলের দায়িত্বপ্রাপ্ত দলের সাধারণ সম্পাদক তারিক আনোয়ার এর সহযোগী হিসেবে কাজ করবেন।

অন্যদিকে, হরিপাল রাওয়াত, সঞ্জয় চৌধুরীকে অসমের যুগ্ম সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *