BRAKING NEWS

লজ্জার হার ভারতের, টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া

অ্যাডিলেড,  ১৯ ডিসেম্বর (হি. স.): অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার হার ভারতের । দ্বিতীয় ইনিংস মাত্র ৩৬ রানেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন-আপকে ধরাশায়ী করে তৃতীয় দিনই হাসি মুখে গোলাপি টেস্ট পকেটে পুরে ফেলল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ভারত প্রথম ইনিংসে ২৪৪ রান তোলে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৯১ রানে। প্রথম ইনিংসে ৫৩ রানে এগিয়ে থাকা ভারতের দ্বিতীয় ইনিংস ধসে যায় ৩৬ রানে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৯০ রানের। অস্ট্রেলিয়া ২১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৯৩ রান তুলে ম্যাচ জিতে যায়।

অ্যাডিলেডে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের প্রথম দু’দিন ম্যাচের রাশ ভারতের হাতে ছিল। ভারত প্রথম ইনিংসে ২৪৪ রান তোলে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৯১ রানে। যার ফলে প্রথম ইনিংসের নিরিখে ৫৩ রানের লিড নিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে কোনওরকমে ২০০-র কাছাকাছি যেতে পারলেই অজিদের চাপে ফেলে দেওয়া যেত। কিন্তু, এদিন সকালে যা হল, সেটা অকল্পনীয়। প্যাট কামিন্স আর জশ হ্যাজেলউডের সুইংয়ের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ল ভারতের বিশ্বখ্যাত ব্যাটিং লাইনআপ। মোট ৩ জন করলেন শূন্য রান। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান মায়াঙ্ক আগরওয়ালের ৯। আগের দিনের ১ উইকেটের বিনিময়ে ৯ রানে খেলতে নেমে এদিন প্রথম ওভারেই ফিরে যান নাইট ওয়াচম্যান বুমরাহ। তারপর একের পর এক ব্যাটসম্যান আয়ারাম-গয়ারাম। মায়াঙ্ক ৯, পূজারা ০, কোহলি ৪, রাহানে ০, বিহারী ৮, ঋদ্ধিমান ৪, অশ্বিন ০, উমেশ ৪, শামি ১। গোঁদের উপর বিষফোঁড়া মহম্মদ শামির চোট। ৩৬ রানে অল আউট হওয়ায় ভারতের লিড দাঁড়িয়েছে মাত্র ৮৯ রানের। অজিদের হয়ে হ্যাজেলউড ৫ এবং কামিন্স ৪ উইকেট পেয়েছেন।

ফলে জয়ের জন্য ৯০ রানের লক্ষ্য অনায়াসে টপকে যায় অস্ট্রেলিয়া।   দুই উইকেট খুইয়েই  জয়ের জন্য মাত্র ৯০ রানের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া । লাবুশানের (৬) উইকেটটি তুলে নেন অশ্বিন। ৩৩ রান করে রান আউট হন ওয়েড। আর এই টার্গেটের মধ্যেও হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন জো বার্নস (৫১*)।  অস্ট্রেলিয়া ২১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৯৩ রান তুলে গোলাপী টেস্টে অপরাজেয় তকমা ধরে রেখেই ম্যাচ জিতে যায় । আগে মোট গোলাপী টেস্ট খেলেছে ক্যাঙারু বাহিনী। প্রতিটাতেই জয়ী তারা। আর অ্যাডিলেডেও সেই জয়ের ধারা বজায় রাখলেন অজিরা।

প্রথম ইনিংসে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। যদিও জোস হ্যাজেলউড দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বল করে ৩টি মেডেন-সহ ৮ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। প্যাট কামিন্স প্রথম ইনিংসে ৩টি এবং দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেন। তা সত্ত্বেও পেইনের ইনিংস স্বীকৃতি পায় অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রেখে দেওয়ার জন্য।

২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে বক্সিং ডে টেস্ট। ভারত বাকি সিরিজে পাবে না অধিনায়ক বিরাট কোহলিকে। কোহলি পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরবেন। রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় পৌঁছে গেলেও কোয়ারান্টাইনে রয়েছেন। ১৪ দিনের কোয়ারান্টাইন নিয়ম শিথল না করলে তাঁর পক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামা সম্ভব নয়। এদিকে, দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলকে আরও বেশি চিন্তায় ফেলল মহম্মদ শামির চোট। ব্যাট করতে নেমে সোজা ডান হাতে বল এসে লাগে তাঁর ।ফলে ডনের দেশে ভারতীয় দলের সাদা জার্সির লড়াই এবার আরও কঠিন হতে চলেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *