BRAKING NEWS

কতটা দ্রুত সাবলম্বী হয়ে উঠছি সেটা গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): আমাদের চ্যালেঞ্জ শুধুমাত্র সাবলম্বী হওয়া নয়, কতটা দ্রুত এই লক্ষ্য আমরা অর্জন করতে পারছি সেটা অতীব গুরুত্বপূর্ণ। শনিবার অ্যাসোচ্যামের ফাউন্ডেশন সপ্তাহের অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বণিকসভার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সরকার নীতি পরিবর্তন করতে পারে, তবে এই সমর্থনকে সাফল্যে রূপান্তরিত করা ইন্ডাস্ট্রি সেক্টরের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের দায়িত্ব। এদিন প্রধানমন্ত্রী বলেন, বিগত ১০০ বছর ধরে, ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এবং সাধারণ নাগরিককে সহায়তা করার জন্য অ্যাসোচ্যাম এবং সমগ্র টাটা গোষ্ঠী অক্লান্ত পরিশ্রম করেছে। অ্যাসোচ্যামের প্রথম ২৭ বছর ছিল ব্রিটিশ শাসনের অধীনে, পরবর্তী ২৭ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত যখন স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে তখন আপনারা নির্দ্বিধায় নতুন উচ্চতায় পৌঁছতে পারবেন। প্রধানমন্ত্রী এদিন জানান, আমাদের চ্যালেঞ্জ শুধুমাত্র সাবলম্বী হওয়া নয়, কতটা দ্রুত এই লক্ষ্য আমরা অর্জন করতে পারছি সেটাও অতীব গুরুত্বপূর্ণ।


প্রধানমন্ত্রীর কথায়, ভবিষ্যতে আত্মনির্ভর ভারতের জন্য, আপনাদের সকলকে সম্ভাব্য সমস্ত শক্তি প্রয়োগ করা উচিত। চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছে বিশ্ব। নতুন নতুন চ্যালেঞ্জ যেমন আসবে, তেমনই সমাধান আসবে। তাই এখন থেকেই দেশ-গঠনের লক্ষ্যপূরণে আমাদের পরিকল্পনা করতে হবে এবং কাজ করতে হবে। প্রধানমন্ত্রী আরও জানান, ভারতীয় অর্থনীতির উপর আস্থা রয়েছে গোটা বিশ্বের। করোনাভাইরাস মহামারীর সময় গোটা বিশ্বে যখন বিনিয়োগ নিয়ে বিভ্রান্ত হয়েছে, তখন রেকর্ড পরিমান এফডিআই পেয়েছি আমরা। এই আত্মবিশ্বাস বজায় রাখতে হলে দেশীয় বিনিয়োগ বাড়াতে হবে আমাদের। প্রধানমন্ত্রী এদিন আরও জানান, সরকার নীতি পরিবর্তন করতে পারে, তবে এই সমর্থনকে সাফল্যে রূপান্তরিত করা ইন্ডাস্ট্রি সেক্টরের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের দায়িত্ব এবং স্বনির্ভর ভারত গড়ে তোলা। বিগত ৬ বছরে, আমরা ১৫০০টিরও বেশি পুরানো আইন বাতিল করেছি। দেশের প্রয়োজনের কথা মাথায় রেখে নিয়মিত নতুন নতুন আইন তৈরি করছি আমরা। কয়েকমাস আগে কৃষিক্ষেত্রে সংস্কার আনা হয়েছে, এর ফলে কৃষকরা উপকৃত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *