BRAKING NEWS

করোনা রুখতে বড়দিনের আগেই লকডাউন ঘোষণা ইতালিতে

রোম, ১৯ ডিসেম্বর (হি. স.) :  করোনার বেলাগাম সংক্রমণ রুখতে দেশজুড়ে আবারও লকডাউন জারি করার কথা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে । নয়া নির্দেশিকা অনুযায়ী, সরকারি ছুটির দিনগুলোতে রেড জোনের আওতায় থাকবে পুরো দেশ। অপ্রয়োজনীয় কোনও দোকান-পাট, রেস্তোরাঁ ও পানশালা খোলা রাখা যাবে না। বড়দিনের উৎসব এবং নতুন বছরকে ঘিরে সব উৎসব-আয়োজন বন্ধ থাকছে।

ইউরোপের মধ্যে করোনা সংক্রমণে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে পোপের দেশে। দেশটিতে এখনও পর্যন্ত প্রায় ৬৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। আর আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২১ হাজার ৭৭৮। বর্তমানে সক্রিয় করোনা রুগীর সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ৭৯৮ জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ২ হাজার ৮১৯ জন। গত মাস দুয়েক ধরে ফের করোনার দ্বিতীয় ঢেউ দেশটিকে লণ্ডভণ্ড করে দিয়েছে। পরিস্থিতি থেকে নিস্তার পেতে চলতি সপ্তাহের শেষের দিকেই করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হতে পারে।

কিন্তু তবুও কোনও ঝুঁকি নিতে চাইছেন না প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। শুক্রবার তিনি সাংবাদিক সম্মেলনে জানান, ‘আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি এবং ৫ ও ৬ জানুয়ারি ইতালিজুড়ে রেড জোন জারি থাকবে। শুধুমাত্র জরুরি কাজ এবং চিকিৎসাসেবা নেওয়ার জন্যই বাড়ির বাইরে যেতে পারবেন সাধারণ মানুষ। নয়া বিধিনিষেধে শুধুমাত্র বড়দিন ও নিউইয়ার উদযাপনের জন্য দু’জন অতিথিকে আমন্ত্রণ জানানোর অনুমতি দেওয়া হবে। লকডাউন পর্বে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু বলবৎ  থাকবে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *