নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার মোদী সরকারের প্রতি রাহুল গান্ধীর প্রশ্ন, কৃষি আইন প্রত্যাহারের জন্য কতজন কৃষককে জীবন দিতে হবে? রাহুলের আরও একটি প্রশ্ন হল, কৃষক বিরোধী আইন কবে খতম করা হবে? শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি মিডিয়া রিপোর্ট আপলোড করেছেন রাহুল গান্ধী। কৃষক আন্দোলনে থাকা কৃষকদের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী।
ওই মিডিয়া রিপোর্টের প্রেক্ষিতে রাহুল লিখেছেন, ‘কৃষি আইন প্রত্যাহারের জন্য কতজন কৃষককে জীবন দিতে হবে? কৃষক বিরোধী আইন কবে খতম করা হবে?’ প্রসঙ্গত, প্রবল ঠান্ডার মধ্যেই দিল্লির সীমায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের অন্নদাতারা। কৃষকরা চাইছেন, প্রধানমন্ত্রী এসে তাঁদের কথা শুনুক। প্রত্যাহার করা হোক তিনটি কৃষি আইন। যতদিন না পর্যন্ত কৃষি আইন প্রত্যাহার করা হবে ততদিন নিজেদের আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।