BRAKING NEWS

২৩ দিনে পড়ল কৃষক আন্দোলন, প্রবল ঠাণ্ডায় দিল্লি সীমায় কাবু অন্নদাতারা

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লি এবং সংলগ্ন অঞ্চল এই মুহূর্তে প্রবল ঠাণ্ডায় কাঁপছে। মাত্রাতিরিক্ত এই ঠাণ্ডার মধ্যেও কৃষি আইনের বিরুদ্ধে নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন অন্নদাতারা। দেখতে দেখতে শুক্রবার ২৩ তম দিনে পড়ল কৃষকদের আন্দোলন। মাথার উপর আশ্রয় বলতে শুধু তাঁবু, এই ঠাণ্ডার মধ্যে সেখানেই রাত কাটাচ্ছেন কৃষকরা। অনেকেই ঠাণ্ডায় অসুস্থ হয়ে পড়ছেন। যদিও, নিজেদের দাবিদাওয়া নিয়ে অন্নদাতারা অনড়। তিনটি কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়েই যাবেন।


কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির বিভিন্ন সীমায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সিংঘু সীমায় শুক্রবার ২৩ তম দিনে পড়ল কৃষকদের আন্দোলন। এদিন সকালে কিশান মাজেদুর সংঘর্ষ কমিটির (পঞ্জাব) পক্ষ থেকে দয়াল সিং জানিয়েছেন, ‘কৃষকদের সঙ্গে প্রধানমন্ত্রীকে কথা বলতে হবে এবং আইন প্রত্যাহার করতে হবে। এই আইনের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’ ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রাজধানী দিল্লিতে এই মুহূর্তে বইতে পারে শৈত্যপ্রবাহ। তাই ঠাণ্ডার বিরুদ্ধে লড়াই করতে আরও তাঁবু তৈরি করছেন কৃষকরা।’ আন্দোলনকারীরা জানিয়েছেন, ‘তিনটি কালো আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। কিন্তু, এখন ঠাণ্ডা বাড়ছে, তাই আরও তাঁবু তৈরি করছি আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *