নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি. স.): হরিয়ানা-দিল্লি সীমান্তবর্তী এলাকায় কৃষক আন্দোলনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করা হয়েছিল। সেই পিটিশন খারিজ করে দিয়েছে আদালত। প্রধান বিচারপতির ডি এন পাটিলের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছেন যে আদালত কেন্দ্রীয় সরকার নয়। আর যে আন্দোলনের কথা বলা হচ্ছে তা দিল্লির সীমান্তের বাইরে। পিটিশনকারীকে তীব্র ভৎসনা করে আদালত বলে এই পিটিশন জনস্বার্থের জন্য দেওয়া হয়নি। এর উদ্দেশ্য আত্মপ্রচার। এমন ধরনের পিটিশন এলাহাবাদ হাইকোর্ট, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে দায়ের করা যেতে পারে।
এই মামলা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিমকোর্ট শুনানি করে চলেছে। কৃষক আন্দোলনের জেরে দিল্লি সীমান্ত বন্ধ হবার কারণে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে। এনিয়ে শুনানি সুপ্রিমকোর্টে আজকে হয়েছে। তাতে আদালত জানিয়েছে বোঝা যাচ্ছে কৃষক সংগঠন এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে কোন রকমের নির্ণায়ক নিষ্পত্তি হচ্ছে না। পরিস্থিতি সমাধানের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হবে। কৃষক সংগঠন এবং সরকার ঠিক করুক যে এই কমিটিতে কারা থাকবে।