নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি. স.): কেন্দ্রীয় সরকারের পিএম কেয়ার ফান্ড নিয়ে ফের নিন্দায় সরব কংগ্রেস। দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, এখনও পর্যন্ত এটা স্পষ্ট নয় পিএম কেয়ার ফান্ড সরকারের অধীনে নাকি কোন বেসরকারি সংস্থার ফান্ড এটি। আরও বড় সমস্যা হচ্ছে সরকার এ বিষয়ে জবাব দেওয়ার প্রয়োজন মনে করছে না।
বৃহস্পতিবার টুইট করে রাহুল গান্ধী দাবি করেছেন যে স্বচ্ছতাকে বিদায় জানান হয়েছে। নিজের টুইট বার্তা সঙ্গে একটি খবরের অংশ পোস্ট করেছেন তিনি। সেই খবরে দাবি করা হয়েছে পিএম কেয়ার ফান্ডের নথির মধ্যে স্ববিরোধ রয়েছে। এটি সরকারি নাকি বেসরকারি ফান্ড তা বোঝা যাচ্ছে না। খবরে আরও একটি কথা লেখা রয়েছে যে এক জায়গায় বলা হয়েছে এই ফান্ড বেসরকারি।
উল্লেখ করা যেতে পারে দেশজোড়া করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের মধ্যে ত্রাণ ও সাহায্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পিএম কেয়ার ফান্ড নির্মাণের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তহবিলে অর্থ দান করেছিলেন বিভিন্ন বিশিষ্ট শিল্পপতি থেকে শুরু করে বলিউড অভিনেতারা। কিন্তু প্রথম থেকেই এই তহবিল নিয়ে সন্দিহান কংগ্রেস।