BRAKING NEWS

রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন বৃন্দা কারাট

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের করা মন্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করলেন সিপিআইএমের বরিষ্ঠ নেত্রী বৃন্দা কারাট। সম্প্রতি রাজ্যপাল দাবি করেছিলেন যে ২০২১ সালের বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নির্ভীক পরিস্থিতির মধ্যে আয়োজন করা হবে। রাজ্যপালের এই মন্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করে বৃন্দা কারাট জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল কি ভারতের নির্বাচন কমিশনার? যেভাবে বিজেপি রাজ্যপাল নিয়োগ করেছে তাতে করে তিনি কেন্দ্রীয় সরকারের এজেন্ট হয়ে কাজ করছেন। তার এই ধরনের মন্তব্যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভাঙ্গার প্রচেষ্টা। রাজ্যপালের পদে বসে এই ধরনের কথা মানায় না।


অন্যদিকে, কেরলের পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ জোটের বিপুল সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বৃন্দা কারাট। একযোগে বিজেপি এবং কংগ্রেসকে কটাক্ষ করে তিনি দাবি করেন এই দুই দল কেরল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ছিল তার সুযোগ্য উত্তর দিয়েছে রাজ্যবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *