আগরতলা, ১৬ ডিসেম্বর (হি.স.)৷৷ যতদিন বাঙালি জাতি থাকবে, সভ্যতা বেঁচে থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি, বিশেষ করে ভাষা-প্রিয় মানুষের মনে জীবিত থাকবেন৷ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে এভাবেই আবেগ প্রকাশ করেছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতিমোহন দাস৷ সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের পাশাপাশি ত্রিপুরার অকৃত্রিম অবদান শ্রদ্ধায় স্মরণ করেন তিনি৷
১৬ ডিসেম্বর ১৯৭১৷ পৃথিবীর বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা পায় বাংলাদেশ৷ ভারতের সহযোগিতায় পাকিস্তান থেকে আলাদা হয়ে সম্পূর্ণ ভাষাভিত্তিক রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে ওই দেশটি৷ নয় মাস সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে নতুন রাষ্ট্রের জন্মে বলিদান দিতে হয়েছে হাজারো মানুষের৷ তৎকালীন পূর্ব পাকিস্তানের মাটিতে বাঙালির রক্তে রাঙানো মুক্তিযুদ্ধে সহযোগিতা করতে গিয়ে শহিদ হয়েছিলেন বহু ভারতীয় জওয়ান৷ তাই আজকের দিনটি ভারত এবং বাংলাদেশের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ৷ অবশ্য, মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদানও ভুলে যাওয়া সম্ভব নয়৷
আজকের দিনে সারা ত্রিপুরায় বিভিন্ন প্রান্তে বাংলাদেশের বিজয় দিবসের বর্ষপূর্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সরকারিভাবেই এই দিনটি প্রতিবছর উদযাপিত হয়ে আসছে৷ আজ মঙ্গলবার আগরতলায় পোস্ট অফিস চৌমুহনিতে শহিদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন ত্রিপুরা সরকারের পক্ষে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ এদিন তিনি বলেন, আজকের দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এবং ভারত সরকারের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পেয়েছিল৷ মুক্তিযুদ্ধে যাঁরা আত্মবলিদান দিয়েছিলেন আজ তিনি তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন৷
এদিকে, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই-কমিশনের কার্যালয়ে বিজয় দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে৷ বাংলাদেশ সহকারী হাই কমিশনার মহম্মদ জুবায়েদ হুসেন বলেন, আজকের দিনটি অত্যন্ত আনন্দের, একইসাথে বেদনারও৷ কারণ, ১৯৭১ সালে আজকের দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল৷ কিন্তু, ওই স্বাধীনতা অর্জনে বহু মানুষের প্রাণ দিতে হয়েছে৷ তাঁর কথায়, আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত বাঙালি নিজ নিজ ভাবে দিনটি উদযাপন করছেন৷ কারণ, বাংলাদেশের বিজয় দিবস বাঙালি হিসেবে অত্যন্ত গর্বের৷
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতিমোহন দাস৷ তিনি বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান৷ তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বহু মানুষ প্রাণ দিয়েছিলেন৷ কারণ, তাঁরা ভাষা রক্ষায় যুদ্ধ করেছিলেন৷ তাঁর বক্তব্য, বাংলা ভাষাকে রক্ষা করার জন্য সংগ্রাম পৃথিবীর বুকে নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছে৷ পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মর্যাদা লাভ করে৷ তবে, ভারত ও ত্রিপুরা পাশে দাঁড়িয়েছিল বলেই তা সম্ভব হয়েছে৷ তাই, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংহকে বাংলাদেশ রাষ্ট্র গঠনে অবদানের জন্য তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন৷
এদিন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ আবেগ প্রকাশ করতে গিয়ে বলেন, কিছু কিছু মানুষ চিরকাল বেঁচে থাকেন৷ যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলাম সবসময় আমাদের হৃদয়ে থাকবেন৷ তেমনি, যতদিন বাঙালি জাতি থাকবে, সভ্যতা বেঁচে থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি অংশের মানুষ, বিশেষ করে ভাষা-প্রিয় মানুষের মনের মধ্যে জীবিত থাকবেন৷