মুম্বই, ১৬ ডিসেম্বর (হি.স.): মাদক মামলায় বুধবার (১৬ ডিসেম্বর) মুম্বইয়ের দফতরে অভিনেতা অর্জুন রামপালকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সমন পাঠিয়ে অর্জুন রামপালকে বুধবার হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু, বিশেষ কারণে এদিন এনসিবি-র দফতরে হাজিরা দিলেন না অর্জুন রামপাল। বরং এনসিবি-র কাছে হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছেন অর্জুন। অর্জুন আবেদন জানিয়েছেন, আগামী ২১ ডিসেম্বরের আগে তিনি হাজিরা দিতে পারবেন না। তাই ২১ ডিসেম্বর পর্যন্ত তাঁকে যেন সময় দেওয়া হয়। এ বিষয়ে এনসিবি-র কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
মাদক মামলায় ইতিমধ্যেই বলিউডের বহু রথী-মহারথির নাম উঠে এসেছে এনসিবি-র তদন্তে। গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে। গত মাসেই অর্জুন রামপালের বান্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়েছিল এনসিবি, সেই সময় তাঁর বাসভবন থেকে ইলেক্ট্রনিক্স সরঞ্জাম এবং কিছু মেডিসিন উদ্ধার করা হয়েছিল। তারপর ১৩ নভেম্বর প্রায় ৭ ঘন্টা ধরে অর্জুন রামপালকে জেরা করা হয়েছিল। এবার বুধবার ফের অর্জুনকে ডেকে পাঠিয়েছিল এনসিবি। কিন্তু, এদিন হাজিরা না দিয়ে অতিরিক্ত সময় চাইলেন তিনি।