নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ রাজধানী দিল্লিতে কৃষক আন্দোলন প্রতিনিয়ত বেড়েই চলছে৷ কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন নিয়ে তাদের এই প্রতিবাদ সারাদেশেই ছড়িয়ে পড়ছেন বিজেপি বাদ দিয়ে দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলি কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন৷ তারই প্রতিবাদে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএমও কৃষকদের স্বার্থে বিভিন্ন কর্মসূচি সংগঠিত করছেন এই অঙ্গ হিসেবে সোমবার গোটা রাজ্য জুড়ে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করে৷
রাজধানী আগরতলায় হয় মূল কর্মসূচি৷ শহরের বিভিন্ন পথ মিছিলের মাধ্যমে বিক্ষোভ দেখায় বামেরা৷ এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চোধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিএম নেতা পবিত্র কর, নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্বরা৷ পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমা এবং জেলায়ও এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়৷ তবে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে বামেদের কর্মীসমর্থকদের লক্ষণীয়৷
দিল্লিতে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে তেলিয়ামুড়া সিপিআইএম দলের চারটি সংগঠনের উদ্যোগে সোমবার সকাল ১১:০০ টা নাগাদ সংগঠনগুলোর কর্মীরা স্থানীয় সিপিআইএম পার্টি অফিসের সামনে এক বিক্ষোভ প্রদর্শন করে৷ এ অবস্থায় খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া থানার পুলিশ সহ বিশাল টছট্ট বাহিনী৷ পরে পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে৷ এদিকে সিপিআইএম দলের এক কৃষক নেতা জানান, কেন্দ্রীয় সরকারের কৃষি বিরোধী আইনের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি৷ কৃষকদের স্বার্থে সাড়া ভারত ব্যাপী এরকম কর্মসূচি চলছে৷ কেন্দ্রীয় সরকারের এই কৃষি বিরোধী বিল অতিসত্বর বাতিল না করলে তারা কৃষকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে পারে৷ তবে এই বিক্ষোভ প্রদর্শনের সারা ভারত আইন জীবি ইউনিয়নের রাজ্য কমিটির পশ্চিম জেলার সহ সভাপতি আইন জীবি ভাস্কর দেব ও উপস্থিত ছিলেন এই বিক্ষোভ প্রদর্শনে৷