নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৪ ডিসেম্বর৷৷ নেশা বিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা পুলিশ৷ সোমবার উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে ধর্মনগর থানা এবং কদমতলা থানার পুলিশ অভিযানে নেমে এই সাফল্যপ পেয়েছে বলে জানা গেছে৷
প্রাপ্ত খবরে প্রকাশ, পুলিশের কাছে খবর ছিল, অসম থেকে নেশাজাতীয় ট্যাবলেট ত্রিপুরায় পাচার হবে৷ সেই সূত্রের খেই ধরে আজ বিকেল পাঁচটা নাগাদ জাতীয় সড়কে ওৎ পেতে বসে থাকে পুলিশের দল৷ এক সময় পিঠে ব্যাগ ঝুলিয়ে বাইকে চড়ে এক যুবক যাচ্ছিল৷ তার গতিরোধ করে পুলিশ পিঠের ব্যাগে তালাশি চালিয়ে নেশাজাতীয় দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে৷ সঙ্গে সঙ্গে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়৷ ধৃতকে উত্তর ত্রিপুরার চোড়াইবাড়ি থানাধীন ফুলবাড়ি গ্রামের নুরুল ইসলাম (৩০) বলে পরিচয় পাওয়া গেছে৷
পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, উদ্ধারকৃত নেশাজাতীয় ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা হবে৷ ধৃতের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে৷ ঘটনা সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান পুলিশ সুপার৷