BRAKING NEWS

ডেমোক্র্যাট জো বাইডেনই জয়ী, ট্রাম্পের ঝুলিতে ২৩২টি ইসি ভোট

ওয়াশিংটন, ১৫ ডিসেম্বর (হি.স.): আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট জো বাইডেনকে জয়ী ঘোষণা করল ইলেক্টোরাল কলেজ। ফলে মার্কিন মুলুকের প্রেসিডেন্ট পদে জো বাইডেনের অভিষেক এখন শুধুই সময়ের অপেক্ষা। আমেরিকার সময় অনুযায়ী, সোমবার স্পষ্ট হয়ে গিয়েছে, ৩০৬টি ইলেক্টোরাল কলেজ ভোট (ইসি) গিয়েছে ডেমোক্রেট জো বাইডেনের পক্ষে। অন্যদিকে বহু আইনি লড়াইয়ের পরেও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে মাত্র ২৩২টি ইলেক্টোরাল কলেজ ভোট। ইলেক্টোরাল কলেজের ঘোষণার পরই ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছেন জো বাইডেন। আমেরিকার ভাবী প্রেসিডেন্টের কথায়, ‘জনগণের ইচ্ছাকে সম্মান করতে অস্বীকার করেছেন ট্রাম্প।’

জয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাইডেন বলেন, ‘‘আইনের শাসন, সংবিধান এবং জনগণের ইচ্ছা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।’’ ভোটের ফলাফল নিয়ে ট্রাম্প এবং তাঁর সহযোগীদের আদালতে যাওয়া নিয়েও মন্তব্য করেছেন বাইডেন। তাঁর মতে, ‘‘এমন আপ্রাণ চেষ্টা আগে দেখা যায়নি। ধন্যবাদ যে সুপ্রিম কোর্ট ওই আবেদন বাতিল করে দিয়েছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *