কলকাতা, ১৪ ডিসেম্বর (হি. স.) : পয়লা জানুয়ারি থেকে ৩% হারে মিলবে মহার্ঘ ভাতা (ডিএ)। সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার
সম্প্রতি নবান্নে মহার্ঘ ভাতার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও আলোচনা চলছিল। গত বছর ৩ জানুয়ারি বীরভূমের ইলামবাজারে এক সভায় মুখ্যমন্ত্রী জানান, এ মাসেই মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ। কর্মী সংগঠনগুলি বলে, ২০১৮-র জুন মাসেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ দেওয়া শুরু হবে ২০১৯-এর জানুয়ারি থেকে। সেই ঘোষণাই যে রূপায়িত হতে চলেছে।
১০০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন রাজ্যের সরকারি কর্মীরা। কিন্তু অনেক দিন ধরেই কর্মী সংগঠনগুলি ডিএ-র হার সংশোধনের দাবি জানাচ্ছিল। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি তুলছিল সংগঠনগুলি। অবশেষে ২০১৮-র জুনে তৃণমূলের কর্মচারী সংগঠনের একটি সভায় মুখ্যমন্ত্রী ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেন। ১০০ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ হারে ডিএ দেওয়া হবে বলে তিনি জানান। ২০১৮-র জুনে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন ঠিকই। তবে তখন থেকেই ওই নির্দেশ কার্যকর হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ২০১৯-এর জানুয়ারি থেকে নতুন হারে ডিএ মিলবে।
বর্ধিত হারে ডিএ পাওয়ার আগে পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে এ রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র ফারাক প্রায় ৪৮ শতাংশে পৌঁছে গিয়েছিল। বর্ধিত হারে ডিএ পেলে সেই ফারাক কমবে ঠিকই। কিন্তু তার পরেও কেন্দ্রীয় হারের চেয়ে প্রায় ২৩ শতাংশ পিছিয়ে থাকবে রাজ্য। জানান সরকারি কর্মীদের একাংশ।
কিন্তু রাজ্য আশ্বাসমত ডিএ না দিয়ে টালাবাহানা করে। বিষয়টা গড়ায় আদালতে। রাজ্য সরকারি কর্মী সংগঠনের সঙ্গে চলতি মাসেই বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে সেই বৈঠকে তাঁদের অভাব-অভিযোগ শোনেন তিনি। এরপরই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি জানিয়ে দেন। বলেন, “কোভিড পরিস্থিতি চলছে। রাজ্য সরকারের হাতে টাকা কম। তবু প্রতি বছরের মতো এবারও জানুয়ারি মাসে ৩ শতাংশ ডিএ পাবেন আপনারা। যেখান থেকেই হোক টাকা জোগাড় করব।”
সূত্রের খবর, প্রতি বছর এই সময় রাজ্য সরকারি কর্মচারীরা ২ শতাংশ ডিএ পান। এবার ১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ৩ শতাংশ ডিএ ঘোষণা করায় বৈঠকে উপস্থিত ফেডারেশন নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী জানান, এই ৩ শতাংশ ডিএ দিতে রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে ২ হাজার কোটি টাকা।শেষ পর্যন্ত সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য।