BRAKING NEWS

করোনার হটস্পটে পরিণত মাদ্রাজ আইআইটি, আক্রান্ত ৭১ জন

চেন্নাই, ১৪ ডিসেম্বর (হি.স.): প্রত্যাশা মতো শীতকালে দেশজুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। প্রত্যেকদিন নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর থেকে ছাড় পেল না মাদ্রাজ আইআইটি। করোনার হটস্পটে পরিণত হয়েছে কারিগরি শিক্ষার এই শ্রেষ্ঠ প্রতিষ্ঠানটি। বিগত ১৩ দিন ধরে গোটা আইআইটি চত্বর করোনার হটস্পটে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত সব মিলিয়ে এখানে ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে ৬৬ জন পড়ুয়া বলে জানা গিয়েছে।

পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুততার সঙ্গে সমস্ত বিভাগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত প্রতিষ্ঠানের সমস্ত বিভাগ, কেন্দ্র এবং গ্রন্থাগার বন্ধ থাকবে। যে সকল কর্মী আক্রান্ত হননি তাদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। ছাত্রাবাসে থাকা পড়ুয়া এবং অন্যান্য কর্মীরা যারা করোনা আক্রান্ত হয়েছে তাদেরকে নিজের ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে। আইআইটির ক্যান্টিন ১০ ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আক্রান্তদের চিকিৎসা চলছে। প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে আপাতত বাইরে থেকে খাবার আনানো হচ্ছে। চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত ২৭৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৭১ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *