পাটনা, ১৪ ডিসেম্বর (হি. স.) : শীতকালে প্রত্যাশামতোই গোটা দেশজুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। প্রত্যেক দিন বাড়ছে নতুন করে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে দেশবাসীকে আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে। প্রত্যেকে প্রতিষেধক পাবে বলে দাবি করেছেন তিনি। পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে একটি বুথে দৈনিক কেবলমাত্র ১০০ জনকে করোনা প্রতিশোধক দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে প্রত্যেককে প্রতিষেধক দেওয়া হবে। করোনার প্রতিষেধক প্রতিটা রাজ্যে যাতে সঠিক উপায়ে জমা হতে পারে ও সরবরাহে কোন অসুবিধা না হয় সেই জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এখানে উল্লেখযোগ্য বিষয় হলো সম্প্রতি ভারতের চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল প্রতিষেধক ভারতে এলেও তা প্রত্যেককে দেওয়া হবে না। শুধুমাত্র সংক্রমণ চক্র ভাঙার জন্য প্রতিষেধক দেওয়া হবে। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজকে পাশে বসিয়ে একই কথা বলেছিলেন যোগগুরু বাবা রামদেব। তিনি দাবি করেছিলেন দেশের প্রত্যেককে করোনা প্রতিশোধক দেওয়া সম্ভব নয়। ফলে যোগাভ্যাস, আয়ুর্বেদ এবং জীবনশৈলীর পরিবর্তন করতে হবে। তবেই মিলবে সুফল। গত ২২ অক্টোবর বিহার বিধানসভার আগে নিজেদের ইস্তাহারে বিজেপির তরফের দাবি করা হয়েছিল বিহারের প্রত্যেককে বিনামূল্যে করোনা প্রতিষেধক দেওয়া হবে। প্রসঙ্গত গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। ফলে অবিলম্বে দেশবাসীর প্রয়োজন প্রতিষেধক।