নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি. স.) : ক্ষমতায় আসার আগে বিজেপি তরফে আচ্ছে দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সোমবার তা নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করল কংগ্রেস। দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষকদের আন্দোলন নিয়ে ক্রমাগত রাজনৈতিক তরজা বেড়ে চলেছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। এদিন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূরজেওয়ালা দাবি করেছেন যে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে দেশের পেট ভরানো অন্নদাতারা অনশনে বসতে বাধ্য হয়েছে। নিজের টুইট বার্তায় উদীয়মান এই নেতা লিখেছেন, ৭৩ বছরে এই প্রথম দেশের পেট ভরানো অন্নদাতা কৃষকরা গোটা দেশজুড়ে অনশনে বসেছে।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আর কটা আচ্ছে দিন আনবেন। নির্বাচনে অর্থ দিয়ে যারা দলের মদত করে চলেছে তাদের থেকে সরকারকে দূরে সরে আসতে হবে। সরকারের কর্তব্য অন্নদাতাদের হাতটা ধরা। তাদের চোখের জল মুছিয়ে ক্ষমা চেয়ে তিনটি কালা আইন প্রত্যাহার করে নেওয়া উচিত। সরকারের এই পদক্ষেপ থেকেই এক আনন্দপূর্ণ ভারত গড়ে উঠবে। উল্লেখ করা যেতে পারে এদিন গোটা দেশজুড়ে প্রতীকী অনশনে বসেছেন কৃষকরা। বিক্ষোভরত কৃষকদের দাবি অবিলম্বে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার না করলে ১৯ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন করবেন তারা। এদিকে আন্দোলন ক্রমাগত বিস্তারলাভ করেছে। দিল্লি- জয়পুর হাইওয়েতে অবস্থান বিক্ষোভে বসেছে কৃষকরা।