BRAKING NEWS

অরুণাচল প্রদেশের পঞ্চায়েত নির্বাচন : বিজয়নগরের হিংসায় জড়িত ২৪ জন গ্রেফতার, স্বাভাবিক পরিস্থিতি

ইটানগর, ১৪ ডিসেম্বর (হি.স.) : অরুণাচল প্রদেশের প্রত্যন্ত বিজয়নগরে পঞ্চায়েত নির্বাচনকেন্দ্রিক গণরোষে হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ২৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে দাবি পুলিশের। 

জনৈক বরিষ্ঠ পুলিশ আধিকারিক জানিয়ছেন, গত শুক্রবারের ঘটনার পর এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। ইতিমধ্যে ওই ঘটনায় যুক্ত ২৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ওই এলাকা পরিদর্শন শেষে ডিআইজি কিমে কামিং বলেন, বিজয়নগর এলাকাটি তিনদিক থেকে মায়ানমার সীমান্তে ঘেরা। সেখানে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। তাঁর কথায়, শান্তি প্রতিষ্ঠায় পুলিশের সাথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে। তাঁর সাফ কথা, কোনও ধরনের হিংসার ঘটনা বরদাস্ত করা হবে না। 

অরুণাচলের চাংলাং জেলার বিজয়নগর এলাকায় ছাত্র সংগঠনের নেতৃত্বে চার শতাধিক স্থানীয় জনগণ বিভিন্ন স্থানে ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। শুধু তা-ই নয়, থানায় লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ডিআইজি আইন-শৃঙ্খলা চুখু অপা-র নেতৃত্বে পুলিশ বাহিনী রবিবার বিজয়নগর থেকে সাত কিমি দূরে অবস্থিত হোজুলু গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছেন। তাঁর কথায়, সেদিনের হিংসায় যুক্ত পাঁচ জন মহিলাকেও চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডিআইজি-র কথায়, ওই মহিলাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য বিজয়নগর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, অ-অরুণাচলি এবং প্রাক্তন অসম রাইফেলস-এর জওয়ান পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়ার প্রতিবাদে গত শুক্রবার হিংসাত্মক ঘটনা ঘটেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *