কলকাতা, ১৪ ডিসেম্বর ( হি স): ধীরে ধীরে কেটে যাচ্ছে সংকট। সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বর্তমানে উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসারত বুদ্ধদেব ভট্টাচার্য। তবে, সোমবার বুদ্ধদেব ভট্টাচার্যর সমস্ত অঙ্গ প্রতঙ্গ সঠিক ভাবে কাজ করছে এমনটাই খবর হাসপাতাল সূত্রে।
হাসপাতাল সূত্রে আরও খবর,ক্যাথেটার সরানো হয়েছে। শুরু হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য ফিজিওথেরাপি। জানা গিয়েছে,এই বর্ষীয়ান রাজনীতিবিদের বর্তমানে রক্তচাপ, পালস রেটও স্বাভাবিক। পাশাপাশি কিডনি,হৃদযন্ত্র সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও ঠিকঠাক কাজ করছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য,গত বুধবার দুপুর ১.৫০ নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শ্বাসকষ্ট জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। করা হয়েছিল করোনা পরীক্ষাও। যদিও সেই রিপোর্ট নেগেটিভ আসে তার। এরপর থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকেন বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক পরিস্থিতিরও উন্নতি হয়েছে তার।চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।