নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি. স.): সম্প্রতি রাজধানী দিল্লির সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে কৃষক আন্দোলনের পেছনে চিন ও পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাও সাহেব দানভে। তার এই মন্তব্য নিয়ে এবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কাছে কৈফিয়ত চাইল এনসিপি।
এনসিপি মুখপাত্র মহেশ তাপাসে জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী দানভে জানিয়েছেন এর পেছনে চিন এবং পাকিস্তানের হাত রয়েছে। অন্যদিকে রেলমন্ত্রী পীযূষ গোয়েল দাবি করেছেন এতে মদত দিয়ে চলেছে মাওবাদীরা। এই দাবিগুলোর সত্যাসত্য নিয়ে কৈফত দিতে হবে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই। কৃষকরা নতুন কৃষি আইন বিলোপের দাবি করলেও কেন্দ্রীয় সরকার সেই কথা শুনছে না।
উল্লেখ করা যেতে পারে, দিল্লির সীমান্তবর্তী এলাকায় ১৮তম দিনে পড়ল কৃষক আন্দোলন। দিন যত যাচ্ছে পরিস্থিতিত তো জটিল আকার ধারণ। যোগ কাটানোর উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে আসেন কৃষিমন্ত্রী। কেন্দ্রের তরফ থেকে বৈঠকের কথা বললেও কৃষকরা বিক্ষোভ চালিয়ে যেতে চাইছে। কৃষকদের তরফের দাবি করা হয়েছে অবিলম্বে তিনটি কৃষি আইন বাতিল করতে হবে।