জম্মু, ১৩ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীর সীমান্তে ফের সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। রবিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হল দুই পাকিস্তানি জঙ্গি । তাদের এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
জম্মু এলাকার আইজিপি মুকেশ সিং জানিয়েছেন, নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে পুঞ্চ জেলার পোশানা এলাকার মুঘল রোডের চাট্টা পানি অঞ্চলে দুই পাকিস্তানি জঙ্গিকে খতম করেছে যৌথ নিরাপত্তাবাহিনী। ধরা পড়েছে তাদের এক সহযোগী।
পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে সম্প্রতি একদল পাক সন্ত্রাসবাদী পুঞ্চে প্রবেশ করে। ডিডিসি নির্বাচন চলাকালীন শোপিয়ান এলাকায় বড়সড় হামলার উদ্দেশে তারা শোপিয়ানে যাওয়ার পরিকল্পনা করে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তাদের খতম করতে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী।
শুক্রবারই ওই অঞ্চলে পৌছে গিয়েছিল বাহিনী, কিন্তু প্রবল তুষারপাতের কারণে অভিযানে বাধা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত রবিবার সন্ত্রাসবাদীদের ঘিরে ফেলে বাহিনী। গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয় এবং তাদের এক সঙ্গী ধরা পড়ে।
এ দিন সকালে জম্মুতে ১৯৮ কিমি দীর্ঘ ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ওয়েস্টার্ন আর্মি কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর পি সিং।