জয়পুর, ১১ ডিসেম্বর (হি.স.): রাজস্থানের অশোক গেহলট সরকারকে চাপে ফেলে দিল ভারতীয় ট্রাইবাল পার্টি (বিটিপি)। অশোক গেহলট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল ভারতীয় ট্রাইবাল পার্টি (বিটিপি)। শুক্রবার বিটিপি নেতা ছোটুভাই ভাসাভা এ কথা জানিয়েছেন। বিটিপি নেতা ছোটুভাই ভাসাভা মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছেন, বিজেপি ও কংগ্রেস একই। রাজস্থান সরকার থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করবে বিটিপি।
চলতি বছরের আস্থাভোটে গেহলট সরকারকে সমর্থন করেছিলেন ভারতীয় ট্রাইবাল পার্টি (বিটিপি)-র দু’জন বিধায়ক। কিন্তু, শুক্রবার রাজস্থানের কংগ্রেস সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রাজস্থানে পঞ্চায়েত সমিতি নির্বাচনে কংগ্রেস মুখ থুবড়ে পড়ার পরই ফের ধাক্কা। দু’জন বিধায়ক অভিযোগ, করেছেন পঞ্চায়েত সমিতি নির্বাচনে কংগ্রেস তাঁদের সমর্থ করেনি।