নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলছেই, এরইমধ্যে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ভারতীয় কিশান ইউনিয়ন। তিনটি কৃষি আইন কর্পোরেটদের লোভের শিকার করে তুলবে কৃষকদের, এই আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কৃষকদের সংগঠন ভারতীয় কিশান ইউনিয়ন। আইনজীবী এ পি সিংয়ের মাধ্যমে শীর্ষ আদালতে কৃষি আইনের বিরুদ্ধে মামলা করেছে বিকেইউ। প্রসঙ্গত, কৃষি আইন সম্পর্কিত ছ’টি আবেদন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।
দেখতে দেখতে ১৬ তম দিনে পড়ল কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন। নতুন কৃষি আইন প্রত্যাহার করা হবে না, নিজেদের অবস্থান নিয়ে অনড় নরেন্দ্র মোদী সরকার। কৃষকদের আপত্তি মেনে সরকার আইনে বেশ কিছু সংশোধনে রাজি হলেও আইন প্রত্যাহার করা সম্ভব নয় বলেই কেন্দ্রের মত। কৃষকরাও নিজেদের সিদ্ধান্তে অনড়। এমতাবস্থায় ভারতীয় কিশান ইউনিয়ন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল।