BRAKING NEWS

দেশবিরোধী শক্তির বাড়বাড়ন্ত রুখতে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম : শ্রীপদ নায়েক

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি. স.): দেশবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করতে সংবাদমাধ্যম বিশেষ ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক। দেশবিরোধী এই সকল উপাদান যাতে সংবাদমাধ্যমকে প্রভাবিত করতে না পারে সেই জন্য সংবাদকর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে বলে জানান তিনি।


আইআইএমসি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রীপদ নায়েক জানিয়েছেন, ভুয়ো এবং বিদ্বেষপূর্ণ খবরের যুগে প্রতিটি ব্যক্তির সংবাদমাধ্যম নিয়ে সার্বিক জ্ঞান থাকাটা প্রয়োজন। নতুন সংবাদমাধ্যমের এই যুগে টিভিতে বসা শুধু সঞ্চালকের নয় সমাজের সকল স্তরের মানুষেরই সংবাদমাধ্যম সম্পর্কে জ্ঞান থাকাটা আবশ্যক। এখন যখন প্রত্যেক ব্যক্তির হাতে স্মার্টফোন চলে এসেছে তখন সংবাদমাধ্যমের অপব্যবহার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রত্যেকের সংবাদমাধ্যম সংক্রান্ত জ্ঞান থাকা প্রয়োজন। এদিনের অনুষ্ঠানে ভারতীয় সামরিক বাহিনীর প্রশংসা করে তিনি জানিয়েছেন, ভারতীয় সামরিক বাহিনীর সাহস, বীরত্ব, অঙ্গীকারবদ্ধতা, সত্যনিষ্ঠ অদ্বিতীয়। কিন্তু দেশের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যারা ভারতীয় সেনাবাহিনীর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে সর্বদা তৎপর হয়ে থাকে। এর মোকাবিলা করতে হলে সংবাদমাধ্যমের সঠিক দৃষ্টিকোণ ব্যবহার করে সাংগঠনিকভাবে বিভিন্ন সংবাদ সংস্থার মঞ্চ ব্যবহারের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।


উল্লেখ করা যেতে পারে, সামরিক বাহিনীর কর্তাদের জন্য সাংবাদিকতার পাঠক্রমের বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিল। তার সমাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত আইআইএমসি অধিকর্তা অধ্যাপক সঞ্জয় দ্বিবেদী জানিয়েছেন, গোটা বিশ্ব করোনা পরিস্থিতির মোকাবিলা করে চলেছে। এই পরিস্থিতির মধ্যে একটি শব্দবন্ধ খুব প্রচলিত হয়ে উঠেছে। আর সেটা হল ‘ ইনফো- ডেমিক ‘। এত তথ্যের মাধ্যমে কোনটা সত্য কোনটা অসত্য সেটা কে বেছে নেওয়া খুব দুষ্কর হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সাংবাদিকতা নিয়ে আলোচনা এবং জ্ঞান আরোহন করাটা জরুরি হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *