নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া ৯ ডিসেম্বর৷৷ বিলোনিয়ার ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ সংলগ্ণ বিবেকানন্দ কলোনি এলাকার কালভার্টের নিচে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী৷ মৃতদেহটি দেখার পর এলাকাবাসীরা শনাক্ত করতে পারেননি৷
সঙ্গে সঙ্গেই বিলোনিয়া থানায় এবং অগ্ণিনির্বাপক দপ্তরের খবর দেওয়া হয়৷ এলাকাবাসীরা জানায় আজ সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকা থেকে ওই বিবেকানন্দ কলোনি এলাকার কালভার্টের পাশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি কে বসে থাকতে দেখতে পেয়েছিল এলাকাবাসীরা৷ কিছুক্ষণ পর কিছু লোকজনের নজরে পড়ে যে জায়গায় উনি বসে ছিলেন সেখানে জুতোগুলো পড়ে রয়েছে এবং কোনো মানুষজনকে দেখতে পাচ্ছেন না৷ এরপর সন্দেহ হয়, এলাকার অন্যান্য নাগরিকরা ছুটে এসে খোঁজ করে দেখতে পায় কালভার্টের নিচে কাদা জলের মধ্যে পড়ে রয়েছে এক ব্যক্তি৷
তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বিলোনিয়ার দমকল বাহিনী দের খবর দেওয়া হলে, তারা ছুটে গিয়ে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ পরবর্তী সময়ে বিলোনিয়া হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানা যায় নাম বাদল দাস,বয়স ৩৮, উনার বাড়ি বিলোনিয়া সাতমুড়া এলাকায় পেশায় তিনি গাড়ির চালক৷তবে বিলোনিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷